Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল রাতে আসছে আরো ২০ লাখ টিকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ৮:২৮ পিএম

পৃথক দুটি উড়োজাহাজে শনিবার (১৭ জুলাই) চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে। তথ্যসূত্রে জানা যায়, কাল রাতে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে। তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা এসেছিল। এর আগে চলতি মাসেই কয়েক দফায় চীন থেকে সিনোফার্মের টিকা এসেছে।

এদিকে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, বাংলাদেশকে আরও ১০ লাখ করোনা টিকা উপহার হিসেবে প্রদান করবে চীন।

তিনি তার ফেসবুক পেজে লেখেন, করোনা মহামারির রোধে আমাদের বাংলাদেশি ভাই-বোনদের আরও ১ মিলিয়ন (১০ লাখ) ভ্যাকসিন উপহার দেবে চীন। চীন দক্ষিণ এশিয়ার দেশসমূহের দারিদ্র্য বিমোচন ও সমবায় উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচনে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভ্যাকসিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ