Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় নতুন করে ১১০জন করোনা শনাক্ত

করোনা আক্রান্তে ১ জন ও উপসর্গে ৯ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ২:৪৪ পিএম

চুয়াডাঙ্গায় নতুন করে ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ১১০জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তে ১ জন ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে।

করোনা আক্রান্তে মারা গেছেন, চুয়াডাঙ্গার পৌর এলাকার কুলচারা গ্রামের তসিম উদ্দীনের ছেলে শুকুর আলী (৪৫)।
করোনা উপসর্গে মারা গেছেন, চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার মহর আলী মন্ডলের মেয়ে দাসী মন্ডল (৪২),দামুড়হুদা উপজেলার কুড়–লগাছী গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে আশিরা খাতুন (৪০), একই উপজেলার মরহুম নূর বক্সের মেয়ে সকিনা খাতুন (৫২), আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের মফিদুল ইসলামের স্ত্রী মফিদা খাতুন (৮০), একই উপজেলার পারকুলা গ্রামের মরহুম মানিক জোয়ার্দ্দারের ছেলে ফিকির চাঁদ জোয়ার্দ্দার (৬০), কালিদাসপুর গ্রামের মরহুম রমজান আলীর ছেলে বাবলুর রহমান (৫৫),গোবিন্দপুর মাঠপাড়ার ঘরজামাই আব্দুস সাত্তার (৬০), অনুপনগর গ্রামের ইদবার আলীর স্ত্রী আনারি খাতুন (৬৭) ও ঠিকানা বিহীন জোনাব আলী (৬৫),

ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম করোনা আক্রান্তে ১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ১১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৬০জন, আলমডাঙ্গা উপজেলায় ২৫ জন, দামুড়হুদা উপজেলায় ১৬ জন ও জীবননগর উপজেলায় ৯ জন। আক্রান্তের হার ২৩ দশমিক ৭৬ শতাংশ। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৫ হাজার ১৬৫ জন। এদিন ৩৫জন সুস্থসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯১০ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন সরকারী ১৪৮ জন ও বেসরকারী হিসাবে আরো বেশী।

চুয়াডাঙ্গায় বর্তমানে আক্রান্ত রোগী রয়েছেন ২ হাজার ১০৭ জন। তার মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৯৮০ জন ও হাসপাতালে আছে ১২৭জন। এদিন আরো ৪৩৮ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ