বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭৪৫ জন রোগী শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে মৃতের সংখ্যা কম হলেও আক্রান্তের সংখ্যা বেশি।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার ২ জনসহ দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়ে ১ জন করে রয়েছেন।
বিভাগে ৩ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষা করে ৭’শ ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ২৬৪ জন, রংপুরে ১১৬ জন, ঠাকুরগাঁওয়ে ৮৬ জন, নীলফামারীতে ৮০ জন, কুড়িগ্রামে ৬৫ জন, পঞ্চগড়ে ৬৩ জন, গাইবান্ধায় ৫১ ও লালমনিরহাটে ২০ জন রয়েছে। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ।
নতুন করে মারা যাওয়া ৫ জনসহ বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৩৭ জন, রংপুরের ১৪৪, ঠাকুরগাঁওয়ের ১৩৪, নীলফামারীর ৫১, লালমনিরহাটের ৪৩, কুড়িগ্রামের ৩৮, পঞ্চগড়ের ৩৫ ও গাইবান্ধার ৩৪ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৬ জন।
এছাড়াও নতুন শনাক্ত ৭৪৫ জনসহ বিভাগে ৩৫ হাজার ৭৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুর জেলায় ১০ হাজার ৯৭৩ জন, রংপুরের ৭ হাজার ৭৩৭ জন, ঠাকুরগাঁওয়ের ৫ হাজার ৩০ জন, গাইবান্ধার ২ হাজার ৯৩২ জন, নীলফামারীর ২ হাজার ৭২৯ জন, কুড়িগ্রামের ২ হাজার ৫৭৯ জন, লালমনিরহাটের ১ হাজার ৯৩১ জন এবং পঞ্চগড়ের ১ হাজার ৮৬৭ জন রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।