Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় করোনা সংক্রমণ কমছেই না, আজ আক্রান্ত ৩৪৮

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ১২:৫৮ পিএম

খুলনায় করোনার সংক্রমণ কমছেই না। গত ২৪ ঘন্টায় মোট আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন। ১১২৯ টি নমুনা পরীক্ষা করে উল্লেখিত সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এ পর্যন্ত খুলনায় নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ১ লাখ ৫ হাজার ৮০ জনের। শনাক্ত হয়েছেন ২০ হাজার ৬৩৩ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ৩৪৮ জন।
তিনি আরো জানান, গতকাল বৃহষ্পতিবার আক্রান্ত হন ৪৫৯ জন। বুধবার এ সংখ্যা ছিল ৩৭৫. মংগলবার ৩২০ এবং সোমবার ৩৪২ জন।

খুলনায় দৈনিক আক্রান্তের শতকরা হার ৩০ থেকে ৩৫ এর মধ্যে উঠানামা করছে। স্বাস্থ্যবিধি মেনে না চলা, দেরিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়াসহ বিভিন্ন কারণে খুলনায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। একই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ