মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বর্ণ বৈষম্য নিয়ে জাতিসংঘের কনভেনশনের একাধিক শর্ত লংঘন করেছে ব্রিটেন। সম্প্রতি রনিমেড ট্রাস্টের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, ইংল্যান্ডে বর্ণবাদ এখনো পদ্ধতিগত এবং দেশটির সংবিধান, সাংগঠনিক কার্যক্রম এবং রীতিনীতিতেও এটি পাওয়া যায়।
জাতিগত দিক দিয়ে সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও ওই রিপোর্টে দাবি করা হয়েছে। এ খবর দিয়েছে স্কাই নিউজ। ওই রিপোর্টে বলা হয়েছে, ইংল্যান্ডে ভিন্ন জাতিগত ব্যাকগ্রাউন্ড থেকে আসারা স্বাস্থ্য, বিচার ব্যবস্থা, শিক্ষা, চাকরি, অভিবাসন ও রাজনীতিতে বৈষম্যের শিকার হন। ইউরো ২০২০ ফাইনালে ইতালির বিরুদ্ধে টাইব্রেকারে তিনটি পেনাল্টি মিস করেন ইংলিশ ফুটবলার রাশফোর্ড, সাকা এবং সাঞ্চো। এরপরই তাদেরকে পরতে হয় সমর্থকদের বর্ণবাদী নানা মন্তব্যের মুখে। এর নিন্দা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বরিস জনসন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এবং প্রিন্স উইলিয়াম। ওই রিপোর্টে বলা হয়েছে প্রীতি প্যাটেলের ‹পুলিশ ক্রাইম এন্ড সেন্টেন্সিং বিল› অভিবাসনের ক্ষেত্রে বেশি উদ্বেগজনক। এরফলে ছোট অপরাধের কারনেও পুলিশ চাইলে অভিবাসীদের নিজ দেশে পাঠিয়ে দিতে পারবে।
এটি জাতিসংঘের বর্ণবাদ বিরোধী কনভেনশনের শর্ত লঙ্ঘন। ব্রিটিশ সরকারকে নিয়মিত জাতিসংঘের কাছে রিপোর্ট প্রদান করতে হয় যাতে প্রমাণ হয় যে তারা ওই চুক্তিগুলো মেনে চলছে। তবে ২০২০ সালের রিপোর্ট কোভিড মহামারির কারণে প্রদান করা হয়নি। রনিমেড এখন জানাচ্ছে, ইংল্যান্ডে সাম্প্রতিক সময়ে বর্ণবাদী হামলার ঘটনা বেড়েছে। স্কাই নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।