Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানিতে বন্যায় নিহত ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২১, ১২:০১ এএম

জার্মানির পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পর বন্যায় ২ দমকল কর্মীসহ অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বন্যার কারণে এরই মধ্যে ওই অঞ্চলের অন্তত ৬টি বাড়ি ধসে পড়েছে, আরও বেশ কয়েকটি বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বন শহরের দক্ষিণে আরভেইলার জেলায় বন্যায় ৪ জনের মৃত্যুর পাশাপাশি ৩০ জন নিখোঁজ বলে বৃহস্পতিবার জানিয়েছে সেখানকার পুলিশ।

আর নদীর পানি তীর উপচে লোকালয়ে প্রবেশের পর বাড়িঘরের ভেতর আটকা পড়া প্রায় ৫০ জন ছাদে আশ্রয় নিয়েছেন। “অনেক এলাকায় ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে, যে কারণে আমরা এখনো ক্ষয়ক্ষতির পুরো চিত্রটা পাইনি,” বলেছেন পুলিশের এক মুখপাত্র। বন-এর উত্তরপূর্বের জাউয়াল্যান্ড অঞ্চলে দুই দমকলকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ; এদের মধ্যে একজনের মৃত্যু পানিতে ডুবে হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ।

বন্যার কারণে সড়ক ও রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে। রাইন নদীতে নৌযানের চলাচল স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার জার্মানির দক্ষিণপশ্চিমাঞ্চলে আরও বৃষ্টি হতে পারে বলে দেশটির আবহাওয়া বিভাগের পূর্বাভাসে সতর্ক করা হয়েছে। ডিপিএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ