প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
উলভেরিন আর মারভেল ভক্তদের জন্য দিনটি খুব সুখকর ছিলনা যেদিন তারা জানতে পারেন উলভেরিনের ভূমিকায় হিউ জ্যাকম্যানকে আর দেখা যাবে না। সরাসরি কোনও ঘোষণা না দেয়া হলেও ধাতব নখরবিশিষ্ট সুপারহিরো উলভেরিন ওরফে লোগানের ভূমিকায় জ্যাকম্যানের ফেরার তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছিল না। সেই থেকে হাজার জল্পনাকল্পনা রটছিল। কিন্তু সোশাল মিডিয়া পোস্ট দেখে মনে হচ্ছে মারভেল অভিনেতাকে উলভেরিনের ভূমিকায় ফিরে আসতে রাজি করিয়ে ফেলেছে। এক্স-মেন ছিল ফক্স স্টুডিওর সম্পত্তি, এমসিইউ (মারভেল সিনেমাটিক ইউনিভার্স) ফক্সকে কিনে নেয়ার পর উলভেরিনসহ এক্স-মেন এখন আবার মারভেলের সম্পত্তিতে পরিণত হল। মারভেল এখন পুরনো কমিক্সের ওপর নির্ভর না করে উলভেরিনকে নতুন করে উপস্থাপন করতে চাইছে। জ্যাকম্যান ইনস্টাগ্রামে উলভেরিনের একটি ফ্যান আর্ট শেয়ার করেছেন সঙ্গে দিয়েছেন পরিচালক কেভিন ফাইজের একটি হাস্যোজ্জ্বল ছবি। এতে অনেকে অনুমান করতে শুরু করেছে তিনি উলভেরিন চরিত্রে ফিরছেন। এপ্রিলে মারভেলের কর্তারা জ্যাকম্যানকে প্রায় রাজি করিয়ে ফেলেছিল লোগানের ভূমিকায় ফেরার জন্য। জ্যাকম্যান চরিত্রটি মৃত বলে তাদের ফিরিয়ে দেয়। সেসময় মারভেলের কর্তারা জানায় নতুন সময়ে নতুন করে লোগানকে ফিরিয়ে আনা হবে। এর মধ্যে বেশ কিছু ‘তবে’, ‘যদি’ আরে কিন্তু আছে। সবার আগে চিত্রনাট্য দেখবেন জ্যাকম্যান, পছন্দ হ লেই তিনি হয়তো ফিরবেন, ‘হয়তো’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।