Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরমে আর যানজটে নাকাল নগরবাসী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১২:৪৫ পিএম

পচণ্ড গরম আর তীব্র যানজটে নাকাল নগরবাসী। বৃহস্পতিবার দুই সপ্তাহ পর কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। শিথিল হওয়ার প্রথম দিন সকাল থেকেই কর্মজীবী বিভিন্ন মানুষেরা কর্মস্থলে যোগ দিতে বিভিন্নভাবে ছুটছেন। এর মধ্য দিয়েই রাজধানী আগের রূপে ফিরছে।

তবে এ নিয়ে সাধারণ মানুষেরা বলেছেন, বিধিনিষেধ শিথিল আরও এক সপ্তাহ বাড়ানো উচিত। তাহলে ঈদ ও কর্মস্থলে মানুষ একটু স্বস্তিতে ফিরতে পারবে।


বৃহস্পতিবার (১৫ জুলাই) পুরান রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিধিনিষেধ শিথিল হওয়ার প্রথম দিনে রাস্তায় গণপরিবহন ও মানুষের ব্যাপক ভিড়। ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ দোকানপাট, শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান খোলায় এসব পেশার মানুষেরা নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন।

একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার মনির আহমেদ জানান, ‘বিধিনিষেধের মধ্যে পুরান ঢাকার আরমানিটোলা থেকে প্রতিদিন তেজগাঁও রিকশায় যেতে হতো। ফলে দৈনিক ৪০০ টাকার বেশি ভাড়া লাগত। আজ থেকে বিধিনিষেধ শিথিল হওয়ায় গণপরিবহন চলায় কিছুটা স্বস্তি মিলেছে।

তিনি জানান, ‌‌আমরা চাই স্বাস্থ্যবিধি মেনে কিছু বাস বা গণপরিবহন চালু থাকুক। সব গণপরিবহন বন্ধ করে দিলে আমাদের মতো মানুষের জন্য অনেক সমস্যা। আমার মতো বেসরকারি চাকরিজীবীদের জন্য খুব কষ্ট হয়। তাই রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, বিধিনিষেধের মধ্যে যেন কিছু গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে।

ঈদ করতে বাড়ি যাচ্ছেন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি জানান, ‘গত রমজানের ঈদে বিধিনিষেধ থাকায় বাড়িতে যেতে পারিনি। পরিবার ছাড়া ঈদ করেছি ঢাকায়। মন খুব খারাপ ছিল। তবে এবার বিধিনিষেধ শিথিল হওয়ায় আগেই বাড়ি যাচ্ছি। কিন্তু বাড়ি থেকে কীভাবে ফিরব সেই চিন্তায় আছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ