Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের বনভোজন সম্পন্ন

যুক্তরাষ্ট্র থেকে মাহফুজ আদনান | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ৮:৪৭ এএম

রেফেল ড্র, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক, বাচ্চাদের জন্য বিশেষ খেলাধুলা ও স্কুল সাপ্লাই বিতরন সহ বিভিন্ন ধরনের খাবার দাবারের সমন্বয়ে ব্যাপক পরিসরে মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে । গত ১১ জুলাই নিউইয়র্ক সিটির এস্টোরিয়া রেইনি পার্কে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এতে মৌলভীবাজার জেলাসহ সিলেটের অন্যান্য এলাকার দুই সহস্র প্রবাসী বাংলাদেশী সমাগম ঘটে । বিশাল পরিসরের এই বনভোজনে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন, ক্যারোলাইন মেলোনী- কংগ্রেস, জহরান মাদামী- ষ্টেট এ্যাসেম্বলী ম্যান, সোমা সাইদ - কুইন্স কাউন্ট্রি জজ, এ্যালিজাবেথ ক্রাউলি - ক্ইুন্স ব্যুরো প্রেসিডেন্ট প্রার্থী, জুলী ওউন- ডিস্ট্রিক-২৬ কাউন্সিল প্রাইমারী বিজয়ী, জ্যাকুলিন রোজাডো - ক্ইুন্স ডিএ অফিস, জনাথান ফার্গাস - সিইও, কুইন্স টুগেদার।
এছাড়াও সংগঠনের ট্রাষ্টি সৈয়দ সিদ্দিকুল হাসান, সৈয়দ বশারত আলী, রফিক উদ্দিন চৌধুরী রানা, মিনহাজ আহম্মেদ সাম্মু, সাবেক এমপি এম এম শাহীন, ফটিক আহমেদ, দেওয়ান মোস্তাক রাজা, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সংগঠনের ট্রাষ্টি সিরাজ উদদিন আহমদ সোহাগ, মজিবুর রহমান, দুলাল তরফদার, নজরুল ইসলাম, আনোয়ার আক্তার চৌধুরী শিউলি, সৈয়দ মইনুদ্দীন জুয়েল, সৈয়দ জুনেদ, আজমল খান, জালাল আহমেদ চৌধুরী, তোফায়েল আহমেদ চৌধুরী, আবদুল গফুর, সোহেল আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, চৌধুরী মুবিন, সংগঠনের সাবেক সভাপতি সোহান আহমেদ টুটুল, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মামুন, সৈয়দ আতাউর রহমান, লুৎফুর রহমান, এমাদ চৌধুরী, বদরুল খান, এজাজ উদ্দিন আহমেদ , দেওয়ান সাহেদ চৌধুরী, মুহাম্মদ এ করিম খসরু, মোঃ নরুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, জমির উদ্দিন, খলিলুর রহমান জাহাঙ্গীর, মোফাছির জামান, শফিকুর রহমান, লুৎফুর রহমান চৌধুরী হেলাল, মোহাম্মদ ফজলুল মিয়া, সৈয়দ মোঃ সাইফুল ইসলাম, সৈয়দ বদরুল জামান, চৌধুরী সালেহ, মদব্বির হোসেন, মোহন ইসলাম, আহমেদ জিল্লু, সৈয়দ লাভলু, এম এম আশরাফ, শামীম চৌধুরী, পারভেজ আহমেদ, জাহাঙ্গীর আলম, লায়েক তরফদার, শেখ মহরম উল্লা, এনায়েত হোসেন জালাল, সিলেট ওসমানী বিমান বন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ, সাহাব উদ্দিন চৌধুরী শিহাব, মিলন বাসর, মিনাজ আহমেদ, আবু হামিদ, গুলশানারা আক্তার, সোলতানা খানম, সাজ্জাদুর রহমান, ওবায়দুল হক শিবলু, মখন মিয়া, সীতেশ ধর, জাকির চৌধুরী (সিপিএ), বাতেন আহমেদ, শেখ আতিকুল ইসলাম, মোহাম্মদ হাফিজ আহমেদ, জুনেল আহমেদ, জামাল উদ্দিন আহমেদ লিটন, রাশেদুল মান্নান চৌধুরী হেশাম, সৈয়দ নুমান, শাফায়েদ আহমেদ শফি, জামান আহমেদ, জোসেফ চৌধুরি, নাহিদ আহমেদ, আনছার চৌধুরি, শাহীন আহমেদ, আজমল খান, এন মজুমদার, জুনেল আহমেদ, চমন এলাহি, মামুনুর রশিদ শিপু, হাজী আব্দুর রহমান, আজমল হোসেন কিনু, মজনুর চৌধুরি জগলু, কয়েস আহমেদ, জুয়েল খাঁন, শাহ জাবের আহমেদ, মশাইদ জে রাশেদ, কয়েস আহমেদ, মোহাম্মদ কেলন মিয়া, জুয়েল আহমেদ, শাহেদ দেলোয়ার চৌধুরী, আবুল কালাম, হোসেন আহমেদ, শাহ জাবেদ, মীর জাকির, শামীম কুররী, সৈয়দ জুয়েল আহমেদ, আনকার আহামেদ, তপোধীর রায় বুরন, নূরে আলম জিকু, জমশেদ আহমেদ, খলিলুর রহমান, এসটোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি সোহেল আহমেদ, এনামুল হক জামশেদ, বশির খানঁ, কামাল উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল কাওছার রশিদ চৌধুরী, আব্দুল রকিব, সুমন সাইদ, আব্দুর রহিম বাদশা, এবাদ চৌধুরী, মিজানুর রহমান মিজান, মবু খান, ফজল আলি চৌধুরি, ইমরান হোসেন, আব্দুল হাসিব মামুন, হুমায়ুুন চৌধুরী, আশরাফ আহমেদ ইকবাল, নজরুল হক, জাবেদ আহমেদ, সৈয়দ বেলাল, মইনুল হক চৌধুরী হেলাল, হেলাল তরফদার, শাহ আলম, ফজল খান, রুকন আহমেদ, সৈয়দ বিল্লাল হোসেন, এসটোরিয়া সোহেল আহমেদ, ফেরদোস ভুইয়া, ওয়ারিস আলী, আল আমিন, খোকা ভাই, র্মিজা আহমেদ, শেখ শিপার আহমদ, আবদুল জলিল প্রমুখ ।
কার্যকরী কমিটি: সভাপতি- তজমুল হোসেন (হোসেন), সাধারণ সম্পাদক - মোঃ জাবেদ উদ্দিন, সহ-সভাপতি -(১ম) সৈয়দ রুহুল আলী, সহ-সভাপতি -(২য়) সৈয়দ আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক - নিখিল দেবনাথ, কোষাধক্ষ্য - এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক - তারেক আহমদ,
প্রচার সম্পাদক - সৈয়দ ফাহমি, সমাজ কল্যাণ সম্পাদক - হেলাল আহমদ, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক - নিজাম উদ্দিন পাবেল, ক্রীড়া সম্পাদক - জাবেদ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা - হাদিসা বেগম। উপজেলা প্রতিনিধি ঃ আমিনুর রহমান, আহমেদ কাউছার, সুরঞ্জিত পাল, মোঃ রিপন মিয়া, মোমিত চৌধুরী তানিম, এমডি শামীম আহমদ, জাহাঙ্গীর আলম। কার্যনির্বাহী সদস্য ঃ জাকারিয়া পারভেজ আহমদ (লিটন), শাহীন হাসনাত, জিল্লুর রহমান খান, মোঃ হুমায়ুন কবীর, শাহীন আহমদ, শাহীন মিয়া। ট্রাষ্টীবোর্ড ঃ সৈয়দ সিদ্দীকুল হাসান, চৌধুরী ছালেহ, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, দারাদ আহমেদ, রফিকুল বারী শামীম, শ্যামল পাল, আনছার হোসেন চৌধুরী, আবু সুফিয়ান, মিছবা মজিদ, ইমরান হোসাইন, মদব্বির হোসেন, আব্দুল মোকতাদির তোফায়েল, আব্দুল মসব্বির প্রমুখ উপস্থিত ছিলেন ।
সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন বনভোজন সফল করার জন্য অতিথি, উপস্থিতি ও সদস্যদের কৃতজ্ঞতা জ্ঞা্পন করেন ।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ