Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দূষিত বায়ু পরিষ্কারক গাড়ি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১২:০১ এএম

যুক্তরাজ্যের বার্ষিক কার শোতে, ব্রিটিশ ডিজাইনার থমাস হিথরক একটি অনন্য বৈদ্যুতিক গাড়ি প্রদর্শন করেছেন যা রাস্তায় দূষিত বায়ুও পরিষ্কার করবে। ডিজাইনার বলেছেন যে, গাড়িটি ডিজাইনের জন্য তিনি চীনের আইএম মোটরসের কাছে যোগাযোগ করেছিলেন। চীনা সংস্থা জানিয়েছে যে, তারা এমন ডিজাইনারের সন্ধান করছে যা কখনই গাড়ি ডিজাইন করেনি।

যদিও ডিজাইনার থমাস হিথরক এর আগে লন্ডন রুট মাস্টার বাসের নকশা তৈরি করেছিলেন, তবে তিনি প্রথমবারের জন্য গাড়িটি ডিজাইন করেছেন। তিনি বলেন যে, একটি গাড়ি বার্ষিক টেনিস বলের সমান দূষিত বায়ুকে পরিষ্কার করতে সক্ষম হবে। এটি খুব বেশি বলে মনে হয় না, তবে কল্পনা করুন, বিশ্বজুড়ে যখন এমন কয়েক মিলিয়ন গাড়ি চলবে তখন তার প্রভাব কেমন হবে? সূত্র : জংগ নিউজ।



 

Show all comments
  • Dadhack ১৫ জুলাই, ২০২১, ১২:১২ পিএম says : 0
    আমরা মুসলিমরা অতীতে পরাশক্তি ছিলাম কারণ আমরা কুরআন এবং সুন্নাহ কঠিনভাবে মেনে চলতাম শুধু তাই নয় আমরা সারা বিশ্বের মধ্যে সায়েন্স এবং টেকনোলজি তে সেরা ছিলাম কিন্তু এখন এখন মুসলিমরা গবেষণা করে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় এবং নিজেদের দেশের মানুষকে হত্যা, খুন, গুম, দেশের মানুষের সম্পত্তি কিভাবে লুটপাট করবে এই নিয়েই ব্যস্ত আমরা .কোন কিছুর উপরে গবেষণা করি না. আমাদের দেশের মানুষ কত কিছু গবেষণা করে তৈরি করেছে স্বাধীনতার পর থেকে একটা সরকারও তাদেরকে কোন ধরনের সাহায্য সহযোগিতা করে নাই. যদি সাহায্য সহযোগিতা করত তবে আমাদের দেশ সব কিছুর নিজেরাই বানাত এবং অন্য দেশের প্রতি নির্ভরশীল কখনোই হতো না.. পরনির্ভরশীল দেশে কখনো শান্তি-শৃঙ্খলা মানুষের জীবনের নিরাপত্তা মানুষ হিসাবে সম্মানের সাথে বসবাস করা সম্ভব হয়না এবং সেটাই হচ্ছে আমাদের দেশে.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ