বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফোন পেয়ে গত এক সপ্তাহে প্রায় দেড় শতাধিক বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা হ্যালো স্বেচ্ছাসেবকলীগ। বাইকে করে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার জন্য রয়েছেন একদল দক্ষ স্বেচ্ছাসেবক টিম। যারা ফোন করেছেন তাদের নাম পরিচয় গোপন রেখেই এ খাদ্য সহায়তা পৌঁছে দেন তারা। খাদ্য সহায়তা পেয়ে তারা দৈনিক ইনকিলাবকে বলেন, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তার অভাবের সংসার। ছেলে কবির হোসেন একজন ব্যাটারী চালিত অটোরিকশাচালক। করোনায় লকডাউনের কারণে অটোরিকশা নিয়ে বের হতে পারেনি। অসহায়ত্ব দেখে পাশের বাড়ির একজন একটি নম্বর দিয়ে বলেন এই নম্বরে কল দিলে খাদ্য নিয়ে আসবে আমি ফোন করে খাদ্য চাওয়ায় তারা তেল, আটা, চাল, ডাল, আলু নিয়ে বাড়ি আসে।
দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল দৈনিক ইনকিলাবকে বলেন, এটি অন্য রকম একটি কাজ। চলমান সঙ্কট মোকাবেলায় নেতাকর্মীরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে তাদের খোঁজ রাখছেন এটিই চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের পাশাপাশি তৃণমূল নেতাকর্মীরা যাতে মানুষের জন্য এগিয়ে আসেন। এমন নির্দেশনাই প্রতিটি নেতাকর্মীকে দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।