বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দৈনিক এই বাংলা পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি মো. লুৎফুল হায়দার ব্রেইন স্ট্রোকে মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী থেকে ঢাকা নেয়ার পথে সোনাইমুড়ীতে তার মৃত্যু হয়।
নিহতের মামা লাবলু জানান, গত মঙ্গলবার রাত ৩টায় তিনি ব্রেইন স্ট্রোক করেন। রাতেই তাকে নোয়াখালীর গ্রামীণ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রাতভর ডাক্তার না থাকায় সকালে বাধ্য হয়েই তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়ার পথে সোনাইমুড়ীতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও ২ শিশুকন্যা সন্তানসহ বহু আত্মীয়স্বজন রেখে যান। গতকাল বাদ আসর নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মাইজদী গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।