Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় ট্রাকের ধাক্কায় নিহত ১

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ৮:৩৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত আবুল কাশেম স্থানীয় গুয়াপঞ্চক গ্রামের মৃত ওমদা মিয়ার পুত্র।

বুধবার (১৪ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার গুয়াপঞ্চক গ্রামের দেয়াং পাহাড় এতিম খানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই প্রতিবেদন লিখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অভিযোগ করা হয়নি বলে জানান পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিস জানায়, নিহত আবুল কাশেম দেয়াং পাহাড় থেকে ঘাস ও ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে এতিম খানার সামনে রাস্তা পাড় হওয়ার সময় দ্রুত গতির একটি বালু বোঝাই ট্রাক ধাক্কা দিলেই সে ঘটনাস্থলে প্রাণ হারায় ।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম.দিদারুল ইসলাম জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা

১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ