Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে একদিনে ৫টি স্কুলের ভবন উদ্বোধন

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জ উপজেলার এলজিইডির বাস্তবায়নে ৫টি স্কুলের নতুন ভবন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। গতকাল (সোমবার) সকাল ১০টায় প্রথমে আমবাগিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের পর পর্যায়ক্রমে দোলশ্বর সকারী প্রাথমিক বিদ্যালয়, চরবাঘাশুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, লাকিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা শিক্ষা অফিসের সম্প্রসারিত ভবন উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে কেরানীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন হয়েছে বেশি। ৫টি স্কুল নির্মাণ করতে প্রায় ৪ কোটি টাকা ব্যয় হয়েছে। কেরানীগঞ্জে ১৭টি স্কুল সরকারীকরণ হবে। ইতোমধ্যে ১২৮টি স্কুলে কম্পিউটার বিতরণ করা হয়েছ্।ে শিক্ষাক্ষেত্রে অতীতের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে কেরানীগঞ্জ। কেরানীগঞ্জে ৩টি স্কুলে মিডডে মিড চালু করেছেন উপজেলা পরিষদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেরানীগঞ্জে একদিনে ৫টি স্কুলের ভবন উদ্বোধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ