Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৯২

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১:২১ পিএম

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ ও উপসর্গ নিয়ে ৯ সহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৯২ জন। করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন বগুড়ার ও বাকি ১জন জয়পুরহাট জেলার বাসিন্দা। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া সদরের হোসনে আরা(৪৫), দুপচাচিয়ার আজম খান(৪১),গাবতলীর ফজলুর রহমান (৭০) শাজাহানপুর উপজেলার জোসনা আরা (৫৮) ও জয়পুরহাটের মজিদা (৬৫)।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করে জানান,আক্রান্তদের মধ্যে সদরের ১১৪জন, শেরপুরের ১৪জন, আদমদীঘির ৫ জন, সারিয়াকান্দির ৫জন, গাবতলীর ১২জন, শাজাহানপুরে ৮জন, দুপচাঁচিয়ার ৫জন, কাহালুর ৩জন, ধুনটের ৮জন, সোনাতলার ১জন, শিবগঞ্জের ১১জন এবং নন্দীগ্রামের ৬জন রয়েছেন ।

তিনি আরো জানান, বর্তমানে বগুড়ায় ১ হাজার ৯ শত ৩৮ জন করোনা রোগী অবস্থান করছেন।এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৩৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ