বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা জেলায় গত ২৪ ঘন্টায় ৩৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মোট ৯৯১ টি নমুনা পরীক্ষায় উল্লেখিত সংখ্যক করোনা রোগী শনাক্ত হন৷ আক্রান্তের হার ৩৭ শতাংশ।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, শুরু থেকে আজ বুধবার পর্যন্ত জেলায় মোট ১ লাখ ২ হাজার ৫৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ১৯ হাজার ৮২৬ জন। খুলনায় দৈনিক আক্রান্তের শতকরা হার ৩৫ থেকে ৪০ এর মধ্যে উঠানামা করছে।
তিনি আরো জানান, গতকাল খুলনায় আক্রান্ত হন ৩২০ জন, সোমবার ৩৪২ জন। এ দুদিন আক্রান্তের হার ৩৯ শতাংশ। লকডাউন অমান্য, স্বাস্থ্যবিধি মেনে না চলা, দেরিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়াসহ বিভিন্ন কারণে খুলনায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। একই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।