পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশের সঙ্গে টিকার যৌথ উৎপাদনে সম্মত হয়েছে চীন ও রাশিয়া। তবে দুটি দেশই টিকা তৈরির প্রযুক্তি দিতে রাজি হয়নি। মঙ্গলবার (১৩ জুলাই) নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন ও রাশিয়ার সঙ্গে আমরা টিকার যৌথ উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুদেশই এটা করতে রাজি। চীন বলেছে তাদের দুইটা ফার্ম, সিনোফার্ম এবং সিনোভ্যাক যৌথ উৎপাদনে যেতে রাজি আছে। তারা আমাদের এখানে কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে আলাপও করেছে। এখন তারা কোম্পানির সঙ্গে দেনদরবারও করছে। আমরা চাচ্ছি, টেকনোলজি; কীভাবে টিকা বানানো যায়। কিন্তু ওরা এটা দিতে রাজি না।’
দেশে টিকার যৌথ উৎপাদন খুব শিগগিরই শুরুর প্রত্যাশা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো দেশ তাদের টেকনোলজি দিতে রাজি না। আর আমাদের কোম্পানিগুলো চাচ্ছে প্রযুক্তি। আমরা টেকনোলজি চাই।’
গতকাল সোমবার (১২ জুলাই) অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (এবিসিএ) আয়োজিত এক ওয়েবিনারে ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, সরকারের অনুমতি পেলেই চীন বাংলাদেশে যৌথ টিকা উৎপাদন শুরু করতে প্রস্তুত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।