Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০১ এএম

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ শেরেবাংলা নগর থানার সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। উজ্জ্বল ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসী বলে জানিয়েছে র‌্যাব। গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা এএসপি সাইদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলিসহ উজ্জ্বলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল র‌্যাবকে জানিয়েছে, শেরেবাংলা নগর থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ব্যবসা করে আসছিল সে। এছাড়া মানুষের সম্পত্তি দখল, মন্দির ও গণপূর্তের জমি দখল, চাঁদাবাজি, চাঁদার জন্য হুমকি দেয়া, মাদক ও জুয়ার কারবারসহ বিভিন্ন অপরাধের কথা স্বীকার করেছে সে।
র‌্যাব আরও জানিয়েছে, আগারগাঁও এলাকায় নতুন কোনো ভবনের কাজ শুরু হলে উজ্জ্বলকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হতো। অন্যথায় সে তার ক্যাডার বাহিনীর মাধ্যমে কাজ বন্ধ করে দিতো। সরকারি খাস জমি ও অন্যের মালিকানা জমি জোরপূর্বক দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করে তা ভাড়া দিয়ে বিপুল টাকা আদায় করতো সে। উজ্জ্বলের প্রত্যক্ষ মদদে তার সহযোগীরা আগারগাঁও এলাকার ফুটপাতের প্রত্যেক দোকান থেকে দৈনিক চাঁদা তুলে বিপুল টাকা সংগ্রহ করতো।
এলাকায় তার নিজস্ব মোটরসাইকেল ক্যাডার বাহিনী রয়েছে। তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় হুমকি, চাঁদাবাজি এবং নারী ও শিশু নির্যাতনের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাবের এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ