Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতিবাজদের কঠোর শাস্তি দিতে হবে- ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৮:৫০ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের ভূমিহীন জনগোষ্ঠীর জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়েও সীমাহীন দুর্নীতি, লুটপাট, স্বেচ্ছাচারিতা ও দলীয়করণে দেশের সচেতন মানুষ বিস্মিত হয়েছেন। এই দুর্নীতি প্রমাণ করে দেশের সর্বত্র এবং রন্দ্রে রন্দ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যখাতে দুর্নীতি, গরিবের জন্য বরাদ্দের চালে দুর্নীতি। এভাবে একটি দেশ চলতে পারে না।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের সাথে জড়িতসহ সকল দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, দুর্নীতি একটি প্রধান সমস্যা, সকল উন্নয়নের বাধা দুর্নীতি। সব খাতের দুর্নীতিবাজদের চিহিৃত করে আইনের আওতায় আনতে হবে। গরীব মানুষের আশ্রয়ণ প্রকল্প নিয়ে যারা অনিয়ম-দুনীতি করেছে তারা মানুষ নামের অমানুষ। ক্ষতিগ্রস্ত গরীব ও ভূমিহীনদের ঘর পুনর্নির্মাণ করে পুনর্বাসনের দাবি জানাচ্ছি। তিনি বলেন, ইসলাম দুর্নীতির দমন নয়, মুলোৎপাটনে বিশ্বাসী। তাই দুর্নীতিমুক্ত দেশ, সমাজ গড়তে হলে ইসলামী অনুশাসনের বিকল্প নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী আন্দোলন বাংলাদেশ

১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ