Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পণ্যবাহী লাইটার জাহাজ ডুবি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৬:১৮ পিএম | আপডেট : ৭:২৫ পিএম, ১৩ জুলাই, ২০২১

চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের অদূরে বঙ্গোপসাগরে ডুবন্ত একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে পণ্যবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় নাবিকেরা মাছধরার ছোট নৌকায় উঠে প্রাণে রক্ষা পান। গতকাল মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম।

দুর্ঘটনায় ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি হ্যাং গ্যাং-১। জাহাজটি পরিচালনা করছে এমজেড শিপিং লাইন। জাহাজটিতে লোহার লম্বা পাইপ রয়েছে। বার্জের মতো জাহাজটি যেখানে ডুবেছে, সেখানে গত শনিবার এমভি ফুলতলা-১ নামের একটি জাহাজ ডুবে যায়। এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ওই স্থান এড়িয়ে চলতে লাল বয়া স্থাপন করে। তারপরও একই জায়গায় দুর্ঘটনা ঘটল। ভাসানচর থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজটি দুর্ঘটনায় পড়েছে। জাহাজটিতে পদ্মা সেতুর জন্য মালামাল নেওয়া হচ্ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ