বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে একটি ডাকাত চক্র। এ চক্রের চার সদস্যকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। গত রোববার দিবাগত গভীর রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, ১টি ধারালো চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি হাশুয়া, ৪টি চাকু, ১২টি মোবাইল ফোন ও নগদ ৫৬১০ টাকা জব্দ করে র্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে- গোপালগঞ্জের মো. মাসুদ মৃধা, নারায়ণগঞ্জের মো. সোহাগ মোল্লা, ব্রাহ্মণবাড়িয়ার মো. মাসুদুর রহমান ও গাইবান্ধার মো. ইউসুফ আলী। গতকাল দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী জানিয়েছেন, ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় কিছু সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্র। বেশ কিছুদিন যাবৎ ৮-১০ জনের দলবদ্ধ হয়ে তারা সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার ডাকাতি করে আসছিলো এবং ক্ষেত্রবিশেষে ভুক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখমও করতো। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।