Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৮ জনের মৃত্যু

নতুন আক্রান্ত ৬৭১ জন

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ৭:৩৯ পিএম

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৭১ জন।
সোমবার (১২ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৮ জন। এদের মধ্যে দিনাজপুর জেলায় ৬ জন, রংপুরে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন, পঞ্চগড়ে ৩ জন ও কুড়িগ্রামে ১ জন। একই সময়ে বিভাগে মোট ১ হাজার ৯’শ ৫০ জনের নমুনা পরীক্ষা করে ৬’শ ৭১ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে দিনাজপুরে ২’শ ২৯, রংপুরে ১’শ ৩৪, ঠাকুরগাঁওয়ে ১’শ ২০ জন, নীলফামারীতে ৪৫, লালমনিরহাটে ৪৩, কুড়িগ্রামে ৩৫, পঞ্চগড়ে ৩৩ এবং গাইবান্ধা জেলায় ৩২ জন। বিভাগে শনাক্তের হার ৩১ দশমিক ৪৪ শতাংশ।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে ১০ জুলাই রোববার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৭৬ হাজার ৯’শ ৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।

নতুন শনাক্ত ৬৭১ জনসহ বিভাগে মোট ৩৩ হাজার ৩’শ ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুুর জেলায় ১০ হাজার ৩’শ ৫৬ জন, রংপুরে ৭ হাজার ৩’শ ১৯ জন, ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৬’শ ৮০ জন, গাইবান্ধায় ২ হাজার ৭’শ ২৫ জন, নীলফামারীতে ২ হাজার ৪’শ ৩২ জন, কুড়িগ্রামে ২ হাজার ৩’শ ৪০ জন, লালমনিরহাটে ১ হাজার ৮’শ ৫৫ জন এবং পঞ্চগড়ে ১ হাজার ৬’শ ২২ জন রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ