Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে সেই মিনুর বড় ছেলের খোঁজ মিলেছে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ৭:২০ পিএম

অপরাধ না করেও অন্যের মামলায় টানা তিন বছর সাজা খেটে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত সেই মিনু আক্তারের বড় ছেলে ইয়াছিনের (১২) খোঁজ মিলেছে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। বর্তমানে ইয়াছিন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্রে রয়েছে।


জানা গেছে, গত ৪ এপ্রিল আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচ থেকে ইয়াসিন, ফয়সাল, বেলাল ও সাগর নামে চার পথশিশুকে গাম খেয়ে নেশা করায় গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। গত ৫ এপ্রিল আদালতে হাজির করা হলে আদালত জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠালে সেখানে বালিকা হওয়াতে ফেরত পাঠানো হয়। বিষয়টি আদালতের নজরে আনলে আদালত পুনরায় সিদ্ধিরগঞ্জের কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

মিনুর আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, ছেলে ইয়াছিনকে খুঁজতে বের হয়ে নিখোঁজ হন মিনু। মিনুর মৃত্যু হয়েছে, তাকে আর ফিরিয়ে আনা যাবে না। বিনা অপরাধে মিনুর পরিবার ধ্বংস হয়ে গেল। এ ঘটনার সঙ্গে কারা জড়িত ঘটনার গভীরে যাওয়া উচিত। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

এর আগে গত ২৮ জুন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর ‘অজ্ঞাত’ হিসেবে মিনুর লাশ দাফন করা হয়। মৃত্যুর ১৩ দিন আগে কারাগার থেকে মুক্তি পান মিনু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ