Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা শনাক্ত ১৩৩৯, মৃত্যু ২১

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ৬:০৭ পিএম

রাজশাহী বিভাগে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত। রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৯ জনের। আগে ১ জুলাই বিভাগে এক দিনে সর্বোচ্চ ১ হাজার ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা গেছেন ২১ জন এবং ১ হাজার ৩৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। এ সময়ে ৫ হাজার ৪৭৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৯ জনের। আগের দিন ৪ হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।
২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৩৩৯ জন নিয়ে বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৩। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বগুড়াতে ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ৩০৪, চাঁপাইনবাবগঞ্জে ২১, নওগাঁয় ৭১, নাটোরে ১১৪, জয়পুরহাটে ২৮, সিরাজগঞ্জে ২৫২ ও পাবনায় ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগের করোনা পরীক্ষাগুলো আরটি-পিসিআর, র‌্যাপিড অ্যান্টিজেন ও জিন-এক্সপার্ট মেশিনে হয়ে থাকে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান থেকে জানা যায়, এই বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১২ এপ্রিল রাজশাহীতে। গত বছরের ২৯ জুন শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়ায়। এরপর ২০ জুলাই শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজার, ৪ আগস্ট ১৫ হাজার, ৩০ সেপ্টেম্বর ২০ হাজার, চলতি বছরের ২০ জানুয়ারি ২৫ হাজার, ১৯ এপ্রিল ৩০ হাজার, ৩০ মে ৩৫ হাজার, ৯ জুন ৪০ হাজার, ১৭ জুন ৪৫ হাজার, ২৪ জুন ৫০ হাজার, ৩০ জুন ৫৫ হাজার, ৫ জুলাই ৬০ হাজার, ১০ জুলাই ৬৫ হাজার ও আজ ৬৮ ছাড়াল শনাক্ত রোগী। এর মধ্যে জুলাই মাসের ১২ দিনে ১২ হাজার ২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, করোনায় রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। বিভাগে আগের দিন ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ২৩ জন। নতুন ২১ মৃত্যু নিয়ে বিভাগে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪ জনে। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে নাটোরে ৬ জন। এ ছাড়া বগুড়ায় ৪ জন, জয়পুরহাট, রাজশাহী ও পাবনায় ৩ জন করে এবং নওগাঁয় ২ জন মারা গেছেন।
বিভাগে এ পর্যন্ত মোট মৃত ১ হাজার ৭৪ জনের মধ্যে সর্বোচ্চ ৪৬৯ জনের মৃত্যু হয়েছে বিভাগের বগুড়া জেলাতে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী জেলায় ১৯৪ জনের। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১২২ জন, নওগাঁয় ১০২ জন, নাটোরে ৮০ জন, জয়পুরহাটে ৪৪ জন, সিরাজগঞ্জে ৩৩ জন এবং পাবনায় ৩০ জনের মৃত্যু হয়েছে করোনায়।
এদিকে, রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও সুস্থ হয়েছেন ৬৯০ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ৮৩৫ জন। নতুন ৬৯০ জন নিয়ে বিভাগে মোট সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৪২৮ জন। বর্তমানে বিভাগের ৮ জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৮ হাজার ৫৯৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭ জন। বিভাগে হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১৩ হাজার ২৮ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ