বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন মো. মনিরুল ইসলাম। এসএমপির দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বরত তিনি । গত রবিবার (১১জুলাই) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের হলরুমে অনুষ্ঠিত মাসিক সভায় দেয়া হয় এ ঘোষণা। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠনে সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) শফিকুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (প্রসিকেশন) কামরুল আমিন, উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমদু, উপ- পুলিশ কমিশনার (হেডকোর্য়াটার) তোফায়েল আহমদ, উপ- পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনজয় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বি এম আশরাফ উপস্থিত ছিলেন।
মো. মনিরুল ইসলাম নিষ্ঠাবান এ কর্মকর্তা কর্মকালীন সময়ে ভালোবাসা, সাহসিকতা, উদারতা দিয়ে কেড়ে নিয়েছেন থানাবাসীর মন। যার আন্তরিকতা, কর্মদক্ষতা ও সাহসিকতায় উজ্জল হচ্ছে পুলিশ বাহিনীর ভাবমূর্তি, তার ব্যাপারে এমন মূল্যায়ন উর্ধ্বতন কর্তৃপক্ষের। দক্ষিণ সুরমা থানার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জনগণের শান্তি ও নিরাপদময় জীবন গড়ে তোলার লক্ষ্যে অবিচল দায়িত্ব পালনের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরষ্কৃত করা হয় ইন্সপেক্টর মো. মনিরুল ইসলামকে। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা পুরষ্কার পাওয়া এই অর্জনের পিছনে ঊর্ধ্বতন অফিসারদের নিবিড় তদারকিসহ থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে বলে জানান দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম। থানার সকল সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। পুরস্কারে মনোনীত করার জন্য সিলেট মেট্রোপলিটন সুযোগ্য পুলিশ কমিশনার নিশারুল আরিফ মহোদয় সহ ঊর্ধ্বতন সকল অফিসার মহোদয়গণের প্রতি জ্ঞাপন করছি কৃতজ্ঞতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।