Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে টিকা নিতে উপচেপড়া ভিড়, মানা হচ্ছে না স্বাস্থবিধি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ৩:৪০ পিএম

বাগেরহাটে করোনাভাইরাসের টিকা নিতে কেন্দ্রে টিকা গ্রহীতাদের ভিড় উপচে পড়ছে। টিকা গ্রহীতাদের ভিড়ের চাপে হিমশিম খেতে হচ্ছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীদের।

মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন বিভিন্ন বয়সী মানুষ। নারী ও বৃদ্ধরা পড়েছে বিড়ম্বনায়। কেউ কেউ ছাতা নিয়ে, আবার কেউ হাতের ব্যাগ মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন রোদের মধ্যে।
ভ্যাকসিন নিতে আসা মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। সোমবার (১২ জুলাই) বেলা ১১টায় বাগেরহাট সদর হাসপাতালসংলগ্ন কোভিড ডেডিকেটেড হাসপাতালের সামনে এ চিত্র দেখা যায়।
টিকা নিতে আসা ব্যক্তিরা বলছেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও টিকা নেওয়া সম্ভব হচ্ছে না। এখানে বসার জায়গা নেই, প্রচুর রোদে দাঁড়িয়ে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। একটু পানির ব্যবস্থা নেই এখানে। আবার স্বাস্থ্যবিধিও মানছে না কেউ।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, প্রতিদিন ৪০০ মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা আছে। আমরা চারশ’ মানুষকেই ম্যাসেজ দিয়েছি। কিন্তু ম্যাসেজ না পেয়েও কিছু মানুষ ভুলে এসেছে। আমরা তাদের না আসতে অনুরোধ করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ