Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় ফের বাড়ছে করোনা, ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ২:৫০ পিএম

ভোলায় ফের বেড়েছে করোনা সংক্রামন। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩৭ জনের করোনা সনাক্ত হয়েছে।
পিসিআর ল্যাবে ৮৭ টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন করোনা রোগী সনাক্ত হয়। সনাক্তের হার ৪২.৫২।
অন্যদিকে ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ৭ জন, হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন।
এ পর্যন্ত জেলায় সর্বমোট করোনা সনাক্ত হয়েছে ২ হাজার ২২৫৬ জনের। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ৩৩ জন। বর্তমানে আক্রান্ত আছে ২৫৭ জন। প্রতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৩৪জন।
গত ১৪ মাসে জেলায় মারা গেছে ২৬ জন। যাদের মধ্যে গত ৬ মাসেই ২০ জনের মুত্যু হয়। জেলার সাত উডজেলা থেকে এ পর্যন্ত ১৬ হাজার ১৯ টি নমুনা সংগ্রহ করা হয়েছিলো।
এ পর্যান্ত হোম কোয়ারিনন্টেনে রাখা হয়েছে ১৭ হাজার ৫৭৪ জনকে।
রবিবার (১২ জুলাই) সিভিল সার্জন কার্যালয় সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে গত দুই সপ্তাহে ধরে জেলায় করোনা সংক্রামনের হার দ্বিগুন। এর আগে যা ছিলো ২৭ শতাংশ।
ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সিরাজ উদ্দিন জানান, করোনা রোগীদের চিকিৎসায় ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ১০০ বেড রয়েছে। করোনা ইউনিটে ৮ জন চিকিৎসক ও ৩২ জন নার্স দায়িত্বরত আছেন। এছাড়াও ৩ টি আইসিইউ বেড ও ৩ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা চালু রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ