Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিলেটে করোনায় নতুন করে প্রাণ গেল ৫ জনের, সনাক্ত ৩৭৫ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ২:৪৪ পিএম

সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েকদিন থেকে থামছে না করোনায় মৃত্যু। সেই সাথে সিলেটে অতীতের সব রেকর্ড ভেঙেছে করোনা।  গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে সিলেটে। সেই সাথে করোনা সনাক্ত হয়েছে আরও ৩৭৫ জনের। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৫ জনের মধ্যে ২ জন সিলেটের। সেই সাথে সনাক্ত হওয়া ৩৭৫ জনের মধ্যে রয়েছেন সিলেটের ২০২ জন । আর একই সময়ে চিকিৎসায়  সুস্থ হয়েছেন ২৯৩ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ১২ জুলাই পর্যন্ত বিভাগে করোনায় ৫২৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেটে। এ জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৪২৬ জনের। এছাড়া সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ২৩ জন ও ৪০ জন রয়েছেন মৌলভীবাজারের। আজ সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে প্রাণহানী হয়েছে ৫ জনের । এরমধ্যে সিলেটের ২ জন, সুনামগঞ্জের ২ জন ও আরও ১ জন হবিগঞ্জের। গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৭৫ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট ২০২, সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ৪০ জন, মৌলভীবাজারে ৩০ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৯ জনের সনাক্ত হয় করোনা। নতুন এই ৩৭৫ জন সহ  বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯১৮ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৭৭ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৭৪ জন, হবিগঞ্জে ৩ হাজার ২১০ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৬৯১ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন মৌলভীবাজারেঅ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯৩ জন। এরমধ্যে সিলেট জেলার ২০৩ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ৩৬ ও মৌলভীবাজারে আরও ২৪ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ১৬৫ জন। এর মধ্যে সিলেট  ১৭ হাজার ২৬০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯০৫ জন, হবিগঞ্জে ২ হাজার ১৬৮ জন ও ২ হাজার ৮৩২ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ৩৭ জন, আরও ১৯ জন রয়েছেন মৌলভীবাজারের। সববিমিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৫০ জন রয়েছেন চিকিৎসাধীন। এরমধ্যে সিলেট ২৬৭ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ৭ জন ও আরও ৪৩ জন মৌলভীবাজারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ