Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবারের জন্য ছয় মাসের ছুটি নিলেন ক্রিস প্র্যাট

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

তিনটি ফিল্মে টানা কাজ করার পর অভিনেতা ক্রিস প্র্যাট শুধু পরিবারের জন্য তার ছয়টি মাস বরাদ্দ করেছেন।
৩৭ বছর বয়সী অভিনেতাটির স্ত্রী অ্যানা ফারিস। তাদের এক সন্তান জ্যাকের বয়স এখন তিন।
“আমি রাস্তায় আছি ১৪ মাসÑ আমি টানা তিনটি ফিল্মের কাজ করেছিÑ তাই আমি ছয় মাসের ছুটি নিচ্ছি,” প্র্যাট বলেন।
‘গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি’ তারকাটি এক বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। যে তিনটি ফিল্মে তিনি কাজ করেছেন সেগুলো হলোÑ ‘প্যাসেঞ্জার্স’, ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’ এবং ‘গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু’।
‘আমি জ্যাককে নিয়ে জ্যাকের বিচে যাবÑ আমরা স্যান হুয়ান দ্বীপমালায় আমাদের জায়গায় একটি ছোট সৈকতের এই নামটিই রেখেছি।
“দেড় মাস আগে আমরা যে (বালির) দুর্গটি তৈরি করেছি সেখানে যাব। দেখব সেটি এখনো আছে কীনা,” ক্রিস প্র্যাট বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবারের জন্য ছয় মাসের ছুটি নিলেন ক্রিস প্র্যাট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ