Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় নতুন করে আক্রান্ত ৩৬ জন, চব্বিশ ঘন্টায় কোন মৃত্যু নেই

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১১:০৬ এএম

নওগাঁয় রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় নতুন করে ৩৬ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নওগাঁ ডেপুটি সিভিলসার্জন ডাক্ত্রা মঞ্জুর-এ-মোর্শেদ জানিয়েছেন এ সময় রাজশাহী ও ঢাকা মেডিক্যাল কলেঝ হাসপাতাল পিসিআর ল্যাব এবং নওগাঁ সদর হাসপাতালে এ্যান্টিজেন প্রক্রিয়ায় মোট ২৩৩ জনের নুমনা পরীক্ষা করে এই ৩৬ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৪৫ শতাংশ।

উপজেলা ভিত্তিক আক্রান্তের পরিমান হচ্চে নওগাঁ সদর উপজেলায় ৮ জন, রানীনগর উপজেলায় ১১ জন, আত্রাই উপজেলায় ৬ জন, মহাদেবপুর উপজেলায় ১ জন, মান্দা উপজেলায় ২ জন, পতœীতলা উপজেলায় ২ জন, সাপাহার উপজেলায় ৫ জন এবং পোরশা উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা হলো ৫১২৮ জন

এ সময় সুস্থ্য হয়েছেন ১৩৩ জন এবং সর্বমোট সুস্থ্য হওয়া ব্যক্তির পরিমান হচ্ছে ৪১৮৪ জন। সুস্থ্য হওয়ার পর বর্তমানে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন ৯৪৪। তাঁদের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন এবং বাঁকীরা স্ব স্ব বাড়িতে থেকে চিকিৎসকরে পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

এই ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ২৮৮ জনকে এবং এ পর্যন্ত মোট কোয়রেনটাইনে নেয়া হয় ৩০ হাজার ৭শ ৩ জনকে। নতুন করে ছাড়পত্র দেয়া হয়েছে ২৫৭ জনকে এবং এ পর্যন্ত মোট ছাড়পত্র দেয়া হয়েছে ২৭ হাজার ১শ ৩৫ জনকে। বর্তমানে প্রাতিষ্ঠানিক ৭৬ জনসহ সর্বমোট কোয়ারেনটাইনে রয়েছেন ৩ হাজার ৫শ ৬৮জন।

উল্লেখ্য বিগত ২৪ ঘন্টায় জেলায় কেই মৃত্যু বরন করেননি। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরন করেছেন ১০০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ