Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুধু গো-মাংস ভক্ষণকারীদের জিন আলাদা : সাধ্বী প্রাচী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

আরএসএস প্রধান মোহন ভাগবতের ‘হিন্দু মুসলিম ঐক্য’ বলে কোনো কথা হয় না। কারণ, তারা তো পৃথক নন। তারা এক ও অভিন্ন। সকলের দেহেই এক ডিএনএ’। শনিবার বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেত্রী সাধ্বী প্রাচী রাজস্থানের দৌসার এক সভায় বলেন, ‘সত্যিই সকল ভারতবাসীর জিন এক। শুধু যারা গো-মাংস ভক্ষণ করে, তাদের জিন আলাদা’। নেত্রীর ওই মন্তব্য ইতোমধ্যেই বিতর্কের ঝড় তুলেছে রাজনৈতিক মহলে।
গত রোববার (৪ জুলাই) আরএসএস প্রধান জানিয়েছিলেন, ভারতে ইসলামের ক্ষতির কোনো আশঙ্কা নেই। এমন আতঙ্কের ফাঁদ থেকে মুসলিম স¤প্রদায়কে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন মোহন ভাগবত। একইসঙ্গে মুসলিমদের দেশছাড়া করার হুমকি, মিথ্যে অপবাদে পিটিয়ে মারার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন আরএসএস চিফ। তার কথায়, ‘যদি কোনোও হিন্দু কোনো মুসলিমকে দেশছাড়া করতে চান তবে তিনিও হিন্দু হওয়ার যোগ্য নন’।
তবে সেদিন আরএসএস প্রধানও গো-হত্যা প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছিলেন। বলেছিলেন, ‘বিনা বিচারে হত্যা হিন্দুত্ব আদর্শ বিরোধী। গরু পবিত্র প্রাণী। সেক্ষেত্রে আইন রয়েছে। পক্ষপাতিত্বহীনভাবে আইনেই বিচার হবে’। যদিও অনেকের নামে মিথ্যে গণপিটুনির মামলা আনা হয়েছে বলে দাবি করেছিলেন আরএসএস প্রধান।
এদিন সভায় গো-হত্যা নিয়ে মন্তব্য করার পাশাপাশি ‘লাভ জিহাদ’ নিয়েও বিতর্কিত মন্তব্য করেন সাধ্বী প্রাচী। তার কথায়, লাভ জিহাদের অজুহাত দিয়ে মেয়েদের ধর্মান্তকরণ করানো অবিলম্বে বন্ধ করা দরকার। রাজস্থান সরকারের বিষয়টিতে হস্তক্ষেপ করা উচিত। কোনো মর্মে এ কাজ হতে দেওয়া যায় না’।
পাশাপাশি দেশের জনসংখ্যা বৃদ্ধি প্রসঙ্গেও সরকারকে কড়া হওয়ার পরামর্শ দেন সাধ্বী। তিনি বলেন, ‘দেশের জনসংখ্যা ক্রমশ বাড়ছে। এক্ষেত্রে কড়া হওয়া প্রয়োজন। কোনো ব্যক্তির দু’টির বেশি সন্তান থাকলে তাকে সব সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা উচিত’। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ