রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা
পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিরাপদ আবাসস্থল মনে করে দেশের বিভিন্ন এলাকা হতে সন্ত্রাস, জঙ্গিরা এসে এ অঞ্চলে ঘাঁটি করতে না পাড়ে তার জন্য এলাকার সর্বস্তরের লোকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। গতকাল সোমবার কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা এবং সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদবিরোধী বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে উপজেলার সর্বস্তরের লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনী উপরোক্ত এ মতামত প্রদান করে। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই সহকারী পুলিশ সুপার আসলাম ইকবাল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। বক্তব্য রাখেন উপজেলা তথ্য অফিসার মোঃ হারুন,সাংবাদিক ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য কবির হোসেন, উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, ওসি রঞ্জন কুমার সামন্ত, জহিরুল আনোয়ার (ওসি), বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার সামছুল হক ও ইউপি সদস্য প্রকৌঃ আব্দুল লতিফসহ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।