রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অভ্যন্তরীণ ডেস্ক
দেশের দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ জন ও আহত হয়েছে ১৭ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
নীলফামারী জেলা সংবাদদাতা জানান, নীলফামারীতে দুরপাল্লার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৬ যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের পশ্চিম কুচিয়ারমোড়ের শেখ মসজিদের সামনে ঘটে। দুর্ঘটনার পর অন্তত এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে ওই সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে ওই স্থানে নীলফামারী থেকে ঢাকাগামী জিসা এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-১৪-৮০২২) ও ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে আসা কেয়া পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৫৪৮০) মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় ওই দুই বাসের ১৬ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল বলেন, আহতদের মধ্যে আব্দুর রাজ্জাক নামে (৪৫) একজনকে হাসপাতালে ভার্তি করা হয়েছে। তার বাড়ি জেলা সদরের সুখধন গ্রামে। বাকী ১৫জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার স্থলে সড়কে একটি বাক রয়েছে। দুই বাস একই সময়ে ওই বাক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ বাধে। এঘটনায় আহত ১৬ যাত্রী নীলফামারী সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাস দুটি সড়কে ওপড়ে থাকায় যানচলাচলে কিছু সময় বিঘœ ঘটে। বাসদুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, সুন্দরগঞ্জে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত হয়। জানা গেছে, গতকাল সোমবার দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সুবর্ণদহ গ্রামের আনোয়ারের মোড় নামক স্থানে এ দুর্ঘনা ঘটে। জানা যায়, সুন্দরগঞ্জগামী একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট-১৮৯৬৬৬) বিপরীত দিক থেকে আসা সুন্দরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের ব্যবসায়ী বানু মিয়ার পুত্র ফরিদুল ইসলামের মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ফরিদুল ইসলাম ও মোটরসাইকেলের অপর আরোহী গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও চালক গণেশকে আটক করে ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।