রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
২০২০ সালের মধ্যে জেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে টাঙ্গাইলের মির্জাপুরে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কাজী ও সাংবাদিকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান বিবাহ নিবন্ধনের হারবৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ব্যবস্থা জোরদারকরণ, বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও বাল্যবিবাহ নিরোধ আইন বিধিবিধান প্রয়োগ জোরদারকরণে আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিনু পারভিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান খান, উপজেলা সাব-রেজিস্টার খন্দকার গোলাম কবির, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি নিরঞ্জন পাল, মীর আনোয়ার হোসেন টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।