Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সভা

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

২০২০ সালের মধ্যে জেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে টাঙ্গাইলের মির্জাপুরে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কাজী ও সাংবাদিকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান বিবাহ নিবন্ধনের হারবৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ব্যবস্থা জোরদারকরণ, বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও বাল্যবিবাহ নিরোধ আইন বিধিবিধান প্রয়োগ জোরদারকরণে আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিনু পারভিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান খান, উপজেলা সাব-রেজিস্টার খন্দকার গোলাম কবির, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি নিরঞ্জন পাল, মীর আনোয়ার হোসেন টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জাপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সভা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ