রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজশাহী ব্যুরো
রাজশাহীতে বিশ^ নদী দিবস উপলক্ষে গত রোববার এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা উল্লেখ করেন, নদীকে কেন্দ্র করে সবচেয়ে ক্ষতির শিকার হয়ে চলেছে বাংলাদেশ। এই ক্ষতির বড় কারণ আন্তর্জাতিক নদীসমূহে ভারতের অসংখ্য বাঁধ নির্মাণ। নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের উদ্যোগে নগরীর সোনাদীঘি মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের আহ্বায়ক এড. এনামুল হক। আলোচনায় অংশ নেন, নদী গবেষক হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, দৈনিক সোনালী সংবাদের নির্বাহী সম্পাদক মাহমুদ জামাল কাদেরী, বিএফইউজে’র সহ-সভাপতি রেজাউল করিম রাজু, সিটি প্রেসক্লাবের সভাপতি মো. জুলফিকার, ভাষানী অনুসারী পরিষদের সাইদুর রহমান সাইদ, এম এ মতিন প্রমুখ। সভা পরিচালনা করেন, সংগঠনের সদস্য সচিব এড. হোসেন আলী পিয়ারা। নদী গবেষক মাহবুব সিদ্দিকী দিবসটির উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। সভায় বক্তারা ফারাক্কা, গজলডোবা, টিপাইমুখ প্রভৃতি মরণঘাতী প্রকল্পের বিলুপ্তি ঘটানোর দাবি করেন। অভিন্ন নদীগুলোর উপর উজানের দেশ বিভিন্ন ব্যারেজ, ড্যাম, ক্যানেল দিয়ে একতরফাভাবে পানি প্রত্যাহার করে ভাটির দেশের নদ-নদীগুলোকে মেরে ফেলেছে। বিলুপ্ত হয়েছে হাজার হাজার মাইল নৌ-পথ। অনেক নদীর অস্তিত্বই আজ আর নেই। জীব-বৈচিত্র্য হারিয়েছে। টিকে থাকা নদীগুলোও মানবসৃষ্ট ভয়াবহ দখল ও দূষণের শিকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।