রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কাশিয়ানীতে রতœা বেগম (৩০) নামে এক গৃহবধূ প্রতিবেশীদের পিটুনিতে মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত গৃহবধূ উপজেলার সীতারামপুর গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের স্ত্রী। জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর বিকালে তুচ্ছ বিষয় নিয়ে একই গ্রামের হাসিব সিকদারের স্ত্রী পারভীন বেগমের সাথে ওই গৃহবধূর কথা কাটাকাটি হয়। এক পর্যায় পারভীন বেগম ক্ষিপ্ত হয়ে তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সংঘবদ্ধ হয়ে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে বাঁশের লাঠি দিয়ে তাকে পিটিয়ে আহত করে। পরে সংকটজনক অবস্থায় রতœা বেগমকে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে পরের দিন উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গত রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই গৃহবধূর মৃত্যু হয়। গৃহবধূর মৃত্যুর খবরে ঘটনায় জড়িতরা পলিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। নিহতের স্বামী মিজানুর রহমান জানায়, গতকাল সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রতœার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।