Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০০ পর্বে লাজুকের পরিবার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০২ এএম

আজ এটিএন বাংলার চলমান ধারাবাহিক নাটক ‘পরিবার’-এর ১০০ পর্ব প্রচার হবে। নাটকটি পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক। প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টায় প্রচার হয়ে আসছে নাটকটি। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, মনিরা মিঠু, শাওন, তানভির হুরাইরা, সালহা নাদিয়া, নাদিয়া মিম, কাজল সুবর্ণ, তুষ্টি, জামিল হোসেন, সুব্রত, মিলি বাশার, মাসুম বাশার, নীলা, ম ম মোশেদ প্রমুখ। সংসারের টানাপড়েন, সুখ-দুঃখ, ভালোবাসা, সংঘাত আর মানবিকতাই নাটকের উপজীব্য বিষয়। পরিচালক রাশেদা আক্তার লাজুক বলেন, এই প্রথম আমার কোনো নাটক ১০০ পর্ব প্রচার হচ্ছে জেনে খুব ভালো লাগছে। এ নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। দশর্কদের ভালোবাসার কারণেই নাটকটি এতদূর পর্যন্ত আসতে পেরেছে। কৃতজ্ঞতা তাদের প্রতি। আরো কৃতজ্ঞতা এটিএন বাংলা চ্যানেল কর্তৃপক্ষের প্রতি; যাদের কারণে নাটকটি দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছে। আমার জীবনের প্রথম এই ধারাবাহিক নাটকটি অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছি। আগামীতেও দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারব বলে আমার বিশ্বাস। উল্লেখ্য, লাজুক বাংলাদেশের একমাত্র নারী যিনি হাজার পর্বের ধারাবাহিক ‘সংঘাত’ নাটক লিখে প্রশংসিত হয়েছেন। পরিচালনা করেছেন অসংখ্য একক নাটক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১০০ পর্বে লাজুকের পরিবার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ