Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আসমার চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

বান্দরবান জেলার লামা উপজেলার লাইনঝিরি মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার মেধাবি ছাত্রী আসমা আক্তার (১৬) দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গত দু’বছর ধরে বিছানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন চিকিৎসা করালেও টাকার অভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। চিকিৎসকগণ জানান, আসমার দুই পা’সহ শরীরের বেশ কয়েকটি স্থানে প্রথমে ফোসকা দেখা দেয়, পরে এ ফোসকা ঘা’তে রূপান্তরিত হয়ে ঘা থেকে পানি ঝরছে, প্রচ- যন্ত্রণায় অতিষ্ঠ আসমা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বর্তমানে সে চলাফেরা দূরে থাক, কথা পর্যন্ত বলতে পারছে না। চিকিৎসকগণ আরো বলেন, উন্নত চিকিৎসাসেবা পেলে আসমা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠবে। এতে অনেক টাকার প্রয়োজন।
লামা উপজেলার সদর ইউনিয়নের নুনারঝিরি গ্রামের বাসিন্দা দরিদ্র দিনমজুর আবুল হোসেনের মেয়ে আসমা। আসমার বাবা বলেন, সহায় সম্বল যা ছিল তা বিক্রি করে ও দারদেনা করে মেয়ের চিকিৎসা করেছি। গত দু’বছরে মেয়ের চিকিৎসায় চার লাখ টাকা খরচ করা হয়েছে। আসমার বাবার পক্ষে আর মেয়ের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই তিনি বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে মেয়ের চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
আসমা আক্তার
সঞ্চয়ী হিসাব নং-৩৪০৯১৬৮৬
সোনালী ব্যাংক, লামা শাখা, বান্দরবান।
মোবাইল-০১৮২৮৬২১০০৩ (বিকাশ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসমার চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ