Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে কৃষ্ণাঙ্গ যুবকের হামলায় আহত বাংলাদেশী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৭:৩১ পিএম

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটসের লাইম হাউস স্টেশনের কাছে এক কৃষ্ণাঙ্গ যুবকের হামলায় আহত হয়েছেন মুক্তাদির চৌধুরী (৩৮) নামে এক বাংলাদেশি। সিলেটের দক্ষিণ সুরমা কলেজের সাবেক প্রভাষক ছিলেন মুক্তাদির চৌধুরী। হেট ক্রাইমের শিকার হয়েছেন তিনি। জানান গত শনিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টাওয়ার হ্যামলেটসের বুচারস রোডে এ ঘটনা ঘটে। মুক্তাদির চৌধুরী শেডওয়েল এলাকার ক্যাভেল স্ট্রিটের সাইকেল লেন দিয়ে সাইকেল দিয়ে যাচ্ছিলেন। তার পেছনে সাইকেল চালাচ্ছিল কৃষ্ণাঙ্গ এক যুবক। বুচারস রোডে আসার পর যুবকটি তার গতি রোধ করে এবং সাইকেল থেকে নেমে বিনা উসকানিতে কিল-ঘুষি মারে মুক্তাদির চৌধুরীকে। একপর্যায়ে হামলায় মুক্তাদির চৌধুরীর ঠোঁট ও গাল থেকে থেকে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মাটিতে লুঠিয়ে পড়েন তিনি। পরে পথচারীরা এগিয়ে আসেন এবং কৃষ্ণাঙ্গ যুবককে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে মুক্তাদির চৌধুরীকে নিয়ে যাওয়া হয় রয়েল লন্ডন হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তিনি।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ