Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন কক্সবাজারের কৃতি শিক্ষার্থী আনোয়ার হোসেন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১১:২৮ এএম

বিশ্বের প্রসিদ্ধ প্রাচীণতম বিশ্ববিদ্যালয় মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়েছেন কক্সবাজারের তরুণ শিল্পী আনোয়ার হোসাইন আজাদ।

তিনি পর্যটন রাজধানী কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের কৃতী সন্তান।

শিল্পী আনোয়ার হোসাইন দেশের সেরা দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম কৃতীত্বের সাথে সম্পন্ন করেন।

শিশুকাল থেকে ইসলামী সাংস্কৃতিক অঙ্গণে বেশ সাড়া জাগিয়েছেন শিল্পী আনোয়ার হোসাইন। দেশের বিভিন্ন সভা, সেমিনার ও মাহফিলে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করে সুনামের সাথে শ্রোতা ও দর্শকের হৃদয়ে স্থান করে নেন তিনি।

তাছাড়া বিভিন্ন টিভি চ্যানেলের আয়োজনে মাহে রমযানসহ গুরুত্বপূর্ণ দিবস কেন্দ্রিক বিভিন্ন ইসলামিক প্রোগ্রামেও গান করেন এ কৃতি শিল্পী।

আল আজহা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাফল্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ