মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার বাড়ি নয় যে ঘুমাবেন। কিন্তু বাস্তবে তেমনটি ঘটেছে। একটানা ১৩৫ বছর ধরে যেটি ছিল টিকিট কাউন্টার সেটি এখন বাড়ি হয়ে গেছে। আর এ ঘটনা ইংল্যান্ডের।
একটি রেলস্টেশনকে বদলে বাড়ির আদলে তৈরি করায় বোঝারই উপায় নেই যে এখানে এক সময় একটা স্টেশন ছিল। সেই স্টেশনে আবার ট্রেনও থামত। ছিল টিকিট কাটার ঘর ছিল ও প্ল্যাটফর্ম। ১৩৫ বছরের পুরনো একটি রেলস্টেশনকে পাল্টে ফেলে বাড়িতে রূপান্তরিত করা হয়েছে।
ব্রিটেনের ডেভনে ব্রামফোর্ড স্পিকের হল্ট স্টেশনকে বাড়ির আদলে গড়ে তোলা হয়েছে। এটা ছিল ব্রিটেনের গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের একটি শাখা লাইন। ১৮৮৫ সালের ১ মে এই শাখা লাইনটি চালু করা হয়। তবে ১৯২৩ সালে এই স্টেশন থেকে রেলওয়ের কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে পরিত্যাক্ত স্টেশন হিসেবে ঘোষণা করা হয়। ব্রিটেনে রেল ব্যবস্থাকে আরও উন্নতি করতে এ রকম বেশ কয়েকটি স্টেশনকে বাতিল ঘোষণা করে ব্রিটিশ প্রশাসন। তার মধ্যে হল্ট স্টেশন একটি।
দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর প্রাচীন এই স্টেশনের ঐতিহ্যকে ধরে রাখতে সেটাকে বাড়ির আদলে তৈরি করা হয়েছে। এটা যে এক সময় স্টেশন ছিল তা বোঝাতে পুরনো একটি ট্রেনের বগিকে এনে সেটাকে সাজিয়ে রাখা হয়েছে বাড়ির সামনে।
স্টেশন থেকে রূপান্তরের পর বাড়িটি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি টাকার মতো। সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড, ডেইলি পোস্ট, ফ্লিপবোর্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।