Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ললিপপেই সেলিব্রিটি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০০ এএম

ইউটিউবে কত কিছু দেখা যায়। হাজার হাজার ভিডিওর মাঝে কোনোটি যদি একটু আলাদা হয়, তাহলে তো আর কথাই নেই। ইন্টারনেট জুড়ে সেই ভিডিও সুপারভাইরাল হবেই। ঠিক তেমনি এক কাণ্ড ঘটিয়ে রাতারাতি একেবারে সেলিব্রিটি হয়ে গেলেন ভারতের কেরালার যুবক ফিরোজ চুত্তিপাড়া।
ইউটিউব খুললেই ফিরোজের এই ভিডিও একেবারে সামনের সারিতে। শেয়ার ও লাইকের সংখ্যা তো সেকেন্ডে সেকেন্ড বেড়েই চলেছে। ইতোমধ্যেই লাখো মানুষ পছন্দ করেছেন এই ভিডিও। হঠাৎ এমন কী করলেন ফিরোজ? যা নিয়ে তুমুল শোরগোল নেটপাড়ায়!

ছোটবেলায় প্রায় সবাই খেয়ে থাকেন নানা রঙের মিষ্টি ও চকোলেটে ঠাসা ললিপপ। শুধু ছোটবেলায় কেন, নানা ফ্লেভারের ললিপপ দেখলে তো এখনও জিভে পানি আসে। কিন্তু ললিপপের একটাই দোষ মুখে দিলেই টুক করে শেষ। ভরপুর স্বাদ পাওয়ার আগেই যেন মুখেই মিলিয়ে যায় ললিপপ।
ফিরোজের মাথাতেও আসে এই চিন্তা। ছোটবেলার সেই নস্ট্যালজিয়া উসকে ফিরোজ তৈরি করে ফেললেন ২৫ কেজি ওজনের ললিপপ! ফিরোজ জানিয়েছেন স্টিলের পাত্রে চিনির রস ও নানা ফ্লেভার মিশিয়ে তৈরি করেছেন এই বড়মাপের ললিপপ। এটি বানাতে ফিরোজের লেগেছে ১২ ঘণ্টা! ২৫ কেজির ললিপপ এক নজর দেখতে দূর দূরান্ত থেকে অনেকে আসছেন।

এর আগে ফিরোজের আরও ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে নানা সময়, নানারকম রান্না এমনকী, কৃষিকাজও শিখিয়েছেন ফিরোজ। তবে ললিপপ বানিয়েই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেলেন এই যুবক। সূত্র : টাইমস নাও, ইন্ডিয়া ডটকম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ