বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পদ্মা নদীতে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। শনিবার (১০ জুলাই) ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা-যমুনার মোহনায় নিরঞ্জন হালদারের জালে মাছটি ধরা পড়ে। বড় আকৃতির একটি বোয়াল মাছ বিক্রি হবে ঘটনাটি জানার পর ঘাট এলাকায় স্থানীয় বাসিন্দাসহ ঘাট দিয়ে যাতায়াতরত যাত্রীরা বোয়াল মাছটি ভিড় করেন।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিরঞ্জন হালদার মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ২২ হাজার ১০০ টাকায় বোয়াল মাছটি কিনে নেন। পরে তিনি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ২৩ হাজার ৪০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন। জেলে নিরঞ্জন হালদার বলেন, প্রতিদিনের মতো তিনি পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। দীর্ঘ সময় তেমন কোন মাছ পাওয়া যায়নি। তবে শনিবার ভোরে বড় আকারের একটি মাছ জালে আটকা পড়ে। কয়েক ঘণ্টা চেষ্টার পর তিনি মাছটি নৌকায় তোলেন।
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো.শাজাহান শেখ বলেন, বড় মাছটি কিনতে পেরে আমি খুব খুশি। আমার কাছে বড় বোয়ালের চাহিদা ছিল। সেই চাহিদা মতোই মাছটি ক্রয় করে ঢাকায় ব্যবসায়ীর কাছে ফোন করার সাথে সাথেই মাছটি পাঠিয়ে দিতে বলেন। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মা নদীতে আরও বড় আকৃতির মাছ পাওয়া যাবে। মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য পদ্মা-যমুনার মোহনায় আমাদের বিশেষ নজরদারী রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।