Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে ভয়াবহ রুপ নিয়েছে করোনা, রেকর্ড সংখ্যক ১৯ জনের মৃত্যু , ভর্তি ৩৬৫ জন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ২:৩৮ পিএম | আপডেট : ২:৪৯ পিএম, ১০ জুলাই, ২০২১

ফরিদপুরে হঠাৎ করেই ভয়াবহ রুপ ধারণ করেছে করোনা। কঠোর লকডাউনেও থামানো যাচ্ছেনা মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা।

তাইতো গত ২৪ ঘণ্টায় করোনাকরোনার উপসর্গ নিয়ে নতুন করে রেকর্ড সংখ্যক ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ এবং উপসর্গ নিয়ে ৯ জন রয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৩৫৬ জনের পরীক্ষা করে ১৬৮ জন করোনা পজিটিভ হয়েছেন।

জানা গেছে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য সর্বমোট ৫১৬ টি সিট থাকলেও ভর্তি রয়েছেন ৩৭৫ জন করোনা রোগী।

ফরিদপুর সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৮ জন করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়। সনাক্তের হার ৪৭.১৯ শতাংশ।

তিনি বলেন, গত কয়েকদিন আক্রান্তের সংখ্যা একটু কম থাকলেও তবে আজ শনিবার (১০ জুলাই) শনাক্তের ও মৃত্যুর সংখ্যা আবার বেড়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ