বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর দূর্গাপুর উপজলোর পালি দক্ষিনপাড়া গ্রামের আশ্রয়ন প্রকল্প নিচু জমিতে করায় সামান্য বৃষ্টির পানিতেই ডুবেছে। চারিদিকে হাটু পানি। পানি মাড়িয়েই যাতায়াত করছেন বাসিন্দারা। বর্ষা মৌসুমে এখন এই বাড়ি থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। কাজ করে দিনশেষে ঘরে ফিরতে ভোগান্তির শেষ নেই। রাতের অন্ধকারে সাপ-পোকা মাকড়ের উৎপাত কম নয়।
আশ্রয় প্রকল্পের বাসিন্দারা জানান, আমাদের মাথা গোঁজার ঠাই ছিলো না। প্রধানমন্ত্রী আমাদের স্বপ্নের বাড়ি উপহার দিয়েছেন। এজন্য কৃতজ্ঞতা জানাই। তবে পানিবদ্ধতা নিরসনে রাস্তা তৈরি করে দিলে আমরা অনেক উপকৃত হবে। আশ্রয়ণ প্রকল্পের আওতায় এই উপজেলায় প্রথম দফায় ৩২টি এবং দ্বিতীয় দফায় আরো ১৪টিসহ মোট ৪৬টি পরিবারকে মাথার গোঁজার ঠাঁই করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুর্গাপুরে নিচু জমিতে আশ্রয়ণ প্রকল্পের এই ঘরগুলো নির্মাণ করায় পানিবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলার পালি দক্ষিণপাড়া গ্রামের বেশকটি ঘরের চারিপাশে এখন হাঁটুপানি। ফলে উপহারে পাওয়া ঘরের মালিকরা জলাবদ্ধতায় চলাচলে দুর্ভোগে পড়েছেন।
রুবেল, রোজিনা, আলেকজানসহ অনেকে জানান, প্রধানমন্ত্রীর ঘর পেয়ে আমরা আনন্দিত। মাথা গোঁজার ঠাঁই করে দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে ঘরের জায়গাটা নিচু হওয়ায় বর্ষার কারণে চারিদিকে পানি বেধে আছে। ঘরের চারিদিকে পানিবদ্ধতার কারণে পোকা-মাকড় বৃদ্ধি পেয়েছে। দিনের বেলায় ঘরে বসে থাকলেও। কখন যেন ঘরের ভিতরে বিভিন্ন পোকা-মাকড় উঠে আসে সেই আতংকও কম নয়।
দুর্গাপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) বেলাল হোসাইন বলেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় দুর্গাপুরে ৪৬টি পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের এই ঘরগুলো যাতে জলাবদ্ধতা ক্ষতি না হয় সেজন্য আমাদের নজরদারি রয়েছে। এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহসিন মৃধা বলেন, দুর্গাপুরের ওই গ্রামটি এমনিতেই নিচু। তারপরে আবার বর্ষা মৌসুম। আমাদের নতুন বাজেটে ওই এলাকায় রাস্তা তৈরির জন্য প্রকল্প হাতে নেয়া হবে। যাতে বর্ষাকালে পানিবদ্ধতা নিরসন হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।