Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিদিন বাড়ছে সংক্রমণ, নোয়াখালীতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১৬৪ জন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ১:০১ পিএম

বেগমগঞ্জ ও কবিরহাট উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১৫৫জন। এদিকে জেলায় পর্যায়ে তিন দফা ও গত ১জুলাই থেকে সারাদেশের ন্যায় নোয়াখালীতে কঠোর লকডাউন দিলেও কমছে না সংক্রমণ। নতুন করে আরও ১৬৪জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৯দশমিক ০৮ শতাংশ।

শনিবার সকালে করোনা আক্রান্তের তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, গত ২৪ঘন্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৫৬৪টি নমুনা পরীক্ষা করে ১৪২জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সদরে ৫৫, সুবর্ণচরে ২, বেগমগঞ্জে ৩৪, সোনাইমুড়ীতে ৬, সেনবাগে ১৩, কোম্পানীগঞ্জে ২৮ ও কবিরহাটে ২৬জন রোগি রয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২হাজার ৪৬৭জন। যার মধ্যে মারা গেছেন ১৫৪ আর সুস্থ্য হয়েছেন ৭হাজার ৭৫৩জন রোগী। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৪হাজার ৫৬০জন। শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৬২জন রোগী। জেলায় সংক্রমণের হার কমাতে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ