Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরাস্তিতে পিকআপ-সিএনজি স্কুটার সংঘর্ষে নিহত ১

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ৯:০১ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি স্কুটার মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। ৯ জুলাই শুক্রবার ভোররাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের কাকৈরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোঃ কাজল মিয়া (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায় নিহত মোঃ কাজল মিয়া হবিগঞ্জ জেলার হবিগঞ্জ থানার নওগাঁ গ্রামের মশব আলীর ছেলে। তিনি ২ মেয়েসহ ওয়ারুক বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং শাহরাস্তি উপজেলায় দীর্ঘদিন হ‍্যাসারী (রেনু পোনা) ব্যবসা করে আসছেন।

তিনি ৯ জুলাই ভোর সাড়ে ৩টায় রেনু পোনার জন্য লাকসাম উদ্দেশ্যে রওনা হয়। লাকসামে যাওয়ার পথে মেহের উত্তর ইউনিয়নের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের কাঁকৈরতলা শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ সড়ক দুর্ঘটনার শিকার হয়। তাৎক্ষণিক এলাকাবাসী উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি-পিকআপকে থানা নিয়ে আসে। নিহত কাজল মিয়া স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা

১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ