Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমশ নাজুক হচ্ছে

করোনায় মৃত আরো ৫, আক্রান্ত ৫৪৭

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ৫:০৭ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ পরিস্থিতি আরো ভয়াবহ রূপলাভ করল ২৪ ঘন্টার ব্যবধানে। শুক্রবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় এ অঞ্চলের ৬ জেলায় আরো ৫ জনের মৃত্যুর সাথে আগের দিনের চেয়ে বাড়তি ১০৬ জনের দেহে সংক্রমণ সনাক্ত হয়েছে। এসময়ে বরগুনা ও ঝালকাঠীতে দুজন করে এবং পিরোজপুরে আরো ১ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৫৪৭ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হওয়ায় আক্রান্তের এ সংখ্যাটা এযাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ। তবে গত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষার সংখ্যাটা ছিল আগের দিনের চেয়ে ৯ জন কম, ১ হাজার ৩৮১। নমুনা পরিক্ষার তুলনায় প্রায় ৪০%-এ দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়। আর চলতি মাসের ৯দিনেই এ অঞ্চলে ৯ হাজার ৩০১ জনের নমুনা পরিক্ষায় করোনা সনাক্ত হয়েছে ৩ হাজার ৫৪২ জনের দেহে। মারা গেছেন ৩৩ জন।
ফলে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ২৪৪ জনের নমুনা পরিক্ষায় ২১ হাজার ১১৫ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হল। সনাক্তের হার ১৬.৯২%। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় মাত্র ৭৪ জন সহ সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ৬২৯ জন। সুস্থতার হার গত ৯ দিনে ১০%-এ বেশী হ্রাস পেয়ে এখন ৭৪.০২%।

শুক্রবার দুপরের পূর্ববর্তি ২৪ ঘন্টায়ও সর্বোচ্চ আক্রান্ত ও সনাক্তের তালিকায় ছিল মহানগরী সহ বরিশাল জেলা। মহানগরীতে ৮৪ জন সহ বরিশাল জেলায় নতুন সনাক্তের সংখ্যা ছিল ১৮১। এনিয়ে মহানগরীতে ৬ হাজার ৪৯৩ জন সহ জেলাটিতে সনাক্তের সংখ্যা ৯ হাজার ৯০৯ জনে উন্নীত হল । মহানগরীতে ৭১ জন সহ জেলায় মৃত্যুবরন করেছেন ১৩৬ জন। দক্ষিনাঞ্চলের ৬ জেলার মধ্যে সনাক্তের হারে বরিশালের অবস্থান তৃতীয়, ১৯.৩০%।
খুলনা-বাগেরহাটের সীমান্তবর্তি পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ২২১ জনের নমুনা পরিক্ষায় ১৩৮ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এসময়ে জেলার ভান্ডারিয়া উপজেলার হেতালতলার ৭০ বছর বয়স্কা এক নারী জেলা সদর হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে জেলাটিতে ২ হাজার ৯০৩ জন আক্রান্তের মধ্যে ৪৪ জনের মৃত্যু হল। জেলাটিতে সংক্রমন হার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ২৩.৩২%।
ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় ২০৭ জনের নমুনা পরিক্ষায় ৯৮ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এসময়ে সদর ও রাজাপুর উপজেলায় দুই নারী ও পুরুষের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট এ জেলাটিতে এপর্যন্ত সনাক্তের হার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ২৪.২৫%। মোট আক্রান্ত ২ হাজার ৪৬৫ জনের মধ্যে মারা গেছেন ৪১ জন। মৃত্যুহার তৃতীয় সর্বোচ্চ ১.৬৬%।

পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় ১৬৪ জনের নমুনা পরিক্ষায় ৫৪ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত মোট সনাক্তের সংখ্যা ২ হাজার ৭৭২। সনাক্তের হার ১১.৭৬% হলেও মারা গেছেন ৫৭ জন। মৃত্যুহার দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ ২.০৬%। গত দিন দশেক ধরেই পটুয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।
বরগুনাতেও এসময়ে মাত্র ৮০ জনের নমুনা পরিক্ষায় ৫৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সনাক্তের হার ৬৭%। এসময়ে জেলাটির তালতলী ও সদর উপজেলার নিশানবাড়িয়ায় দুজনের মৃত্যু হয়েছে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। জেলাটিতে এপর্যন্ত ১ হাজার ৭৬২ জন আক্রান্তের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ গড় সনাক্তের হারের এ জেলাটিতে গত ৯ দিনে আক্রান্তের হার ২%-এর বেশী বেড়ে এখন ১১.৪২%। মৃত্যুহার এ অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ১.৮৭%।
ভোলাতেও গত ২৪ ঘন্টায় ৬১ জনের নমুনা পরিক্ষায় ২৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। দ্বীপ জেলাটিতে এ পর্যন্ত ১৫ হাজার ৮৮১ জনের নমুনা পরিক্ষায় ২ হাজার ২০৪ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলে সর্বনি¤œ মৃত্যুহার, ১. ১৮%-এর এ জেলায় মারা গেছেন ২৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ