বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিন যত যাচ্ছে লাশের মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম মনে হচ্ছে মৃত্যু উপত্যাকায় পরিণত হয়েছে গোটা ঝিনাইদহ। প্রতিদিন স্বজনহারানোর বেদনায় ভারি হচ্ছে গ্রাম শহর। শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ১৬২ জন। ৪৪২ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জন ও শৈলকুপা উপজেলায় মারা গেছে একজন। এছাড়াও সদর হাসপাতালে ভর্তি অবস্থায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩ জন। জেলার কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যুর খবর দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে ঝিনাইদহ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬২ জন। ৪৪২ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল এসেছে। আক্রান্তের হার ৩৬ দশমিক !অনেকটা ঢিলে ঢালা হলেও শহরে লকডাউন চলছে আইন শৃংখলা বাহিনি সড়কে টহল দিচেছ !তবে উপজেলা এবং গ্রামের হাটবাজারের দৃশ্য একেবারই ভিন্ন দেখলে মনেই হবেনা করোনা আছে বা লকডাউন চলছে !সামাজিক দুরত্ব বজায় রাখাতো দুরের কথা প্রশাসনের থেকে ব্যপক প্রচার করলেও অধিকাংশ লোকে মুখে মাস্ক পরছেনা !
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।