বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর বাঘায় রাশেদা বেগম (৪০) নামের এক নারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাশেদা বেগম উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বলিহার গ্রামে শাহজাহান আলীর স্ত্রী।
জানা যায়, রাদেশা বেগম গত ৪ জুলাই করোনা পরীক্ষা করে পজিটিভ হয়। তারপর সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেলে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। রাদেশা বেগমের স্বামী শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আহমেদ বলেন, তুলনামূলকভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আতঙ্কিত না হয়ে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে সকলে মাস্ক পরিধান এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহবান জানান।
উল্লেখ্য, উপজেলায় মোট পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৭২৮ জন। আক্রান্ত ৪৫৩ জনে। মোট ৮ জনের মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।